অ্যাপেলের বিজ্ঞাপন দিয়ে শাওমির প্রচারণা!

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শাওমির থ্রীডি মিমোজি, ছবি: সংগৃহীত

শাওমির থ্রীডি মিমোজি, ছবি: সংগৃহীত

সম্প্রতি শাওমি তাদের নিজিস্ব থ্রীডি মিমোজি অ্যাপেলর মিইমোজির আদলে তৈরি করে সমালোচনার মুখে পড়ে এই চীনা টেক জায়ান্ট। কিন্তু এবার অ্যাপেলের মিইমোজি এবং অ্যাপেল মিউজিকের বিজ্ঞাপনের মতোই শাওমি ‘এমআই সিসি-৯’ স্মার্টফোনের জন্য বিজ্ঞাপন দিচ্ছে।

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে দেখা যায় শাওমির পেইজে অ্যাপেলের মিইমোজির বিজ্ঞাপন ব্যবহার করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে শাওমি এই অভিযোগ অস্বীকার করে জানায় তারা মার্কিন একটি প্রতিষ্ঠানের থেকে অনুপ্রাণিত হয়ে মিমোজি তৈরি করেছে।

শাওমির জনসংযোগ কর্মকর্তা বলেন, ‘অ্যাপেলের বিজ্ঞাপনটি ভুলবশত শাওমির পেজে তুলে দেওয়া হয়েছে। শাওমির সোশ্যাল মিডিয়া ইনচার্জ ভুল করে অ্যাপেলের বিজ্ঞাপন আপলোড করে দিয়েছেন।’

প্রসঙ্গত, শাওমির নতুন স্মার্টফোন ‘এমআই সিসি-৯’ চীনের বাজারে ছাড়ে। আর নতুন এই ডিভাইসের মাধ্যমেই ক্রেতাদের কাছে থ্রীডি অ্যানিমেটেড মিমোজি পরিচয় করিয়ে দেয় শাওমি।

কিন্তু সর্বপ্রথম অ্যাপেল ২০১৮ সালে ‘আইওএস ১২’ অপারেটিং সিস্টেমে থ্রীডি মিইমোজি নিয়ে আসে। মূলত এখানে মজার বিষয় হচ্ছে, গ্রাহক নিজের পছন্দমত ইমোজি তৈরি করতে পারেন।

তবে শাওমির বিরুদ্ধে অ্যাপেলর ডিজাইন চুরির অভিযোগও রয়েছে। অ্যাপেলের সাবেক ডিজাইনার জনি আভি শাওমিকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘আপনি একটি কাজের পেছনে সাত-আট বছর সময় ব্যয় করবেন কিন্তু পরে কেউ একজন তা নকল করে ফেলবে। আমি মনে করি, এটা চুরি করা এবং অলসতা।’

সূত্র: গ্যাজেটস নাও