গুগল ড্রাইভ কি অফলাইনেও ব্যবহার করা যাবে?

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গুগল ড্রাইভে নতুন ফিচার, ছবি: সংগৃহীত

গুগল ড্রাইভে নতুন ফিচার, ছবি: সংগৃহীত

টেক জায়ান্ট গুগলের জনপ্রিয় ফাইল শেয়ারিং অ্যাপ গুগল ড্রাইভ এখন থেকে ‘অফলাইন’ মুডেও ব্যবহার করা যাবে। নতুন এই আপডেটে ডেক্সটপ অ্যাপ, স্মার্টফোন এবং ওয়েব ভার্সনেও অফলাইন মুডে গুগল ড্রাইভ ব্যবহার করা যাবে।

জি সুইট ব্লগ বিবৃতিতে গুগল বলে, ‘ড্রাইভে অফলাইনে গুগল ডকস, শিটস এবং স্লাইড ব্যবহার করা যাবে। আর নতুন আপডেটে গুগল ক্রোম থেকে ড্রাইভে পিডিএফ ফাইল, ইমেজ, মাইক্রোসফট অফিস ব্যবহার করা যাবে। এই ফিচারটি সম্পূর্ণভাবে ইন্টারনেট সংযোগ ছাড়াই ব্যবহার করা যাবে।’

বিজ্ঞাপন

তবে এই ফিচারটি এখন বেটা ভার্সনে আছে যা পরবর্তীতে সকল ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। এটি এখনো গুগল ক্রোম অপারেটিং সিস্টেমে যুক্ত করা হয়নি।

যারা বেটা ভার্সনের জন্য গুগলের কাছে আবেদন করবেন প্রাথমিকভাবে শুধুমাত্র তারাই অফলাইন মুডে ফিচারটি উপভোগ করতে পারবেন।

সম্প্রতি গুগল ঘোষণা দিয়েছিল, ড্রাইভ ও গুগল ফটোস সার্ভিস দুটি আলাদা করে দিবে। যা দুটি পৃথক সার্ভিসের মত কাজ করবে। অর্থাৎ গুগল ফটোসে আপলোড করা ছবিগুলো আর ড্রাইভে দেখাবে না।

সূত্র: গ্যাজেটস নাও