তরুণদের উন্নয়নে গুগলের বিশাল বিনিয়োগ

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের নাম শুনলেই মাথায় আসে হাজার হাজার সার্চ রেজাল্ট আর ডেটার কথা। কেননা যেকোনো প্রয়োজনে গুগলে সার্চ করেই সেরে নেওয়া যায় প্রতিদিনকার কাজ। আর এই বিশাল তথ্য সংগ্রহের জন্য যে বিশাল ভাণ্ডার রয়েছে তাকে বলে ডেটা সেন্টার।

গুগলের কার্যক্রমকে আরও গতিশীল করতে যুক্তরাষ্ট্রে নতুন অফিস এবং ডেটা সেন্টারের পরিধি আরও বৃদ্ধি করতে ১৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে গুগল।

বিজ্ঞাপন

এই নেটওয়ার্কটি গুগলে কে কী অনুসন্ধান করে, ইমেল করে, তারা যে সমস্ত ছবি স্টোরেজ করে এবং যে মানচিত্রগুলি মানুষকে তাদের বাড়িতে যাওয়ার জন্য সাহায্য করে তার সবকিছুই গুগলের এই ডেটা সেন্টারে।

পিচাই বলেন, ‘যুক্তরাষ্ট্রের ওকলাহোমার শহর প্রাইয়ার গুগলের ডাটা সেন্টার বিশ্বব্যাপী নেটওয়ার্কগুলির জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ এবং গুগলের সবচেয়ে বড় ডেটা সেন্টার। আর আমি অত্যন্ত আনন্দের সাথে বলছি যে এখানে ডেটা সেন্টার সম্প্রসারণে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। এতে করে এই অঞ্চলে গুগলে ১০০টি কর্মসংস্থানের সুযোগ হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শিক্ষা বিভাগকে আরও গতিশীল করতে কাজ করবে গুগল। পাশাপাশি তরুণদের কল্যাণে যুক্তরাষ্ট্রে এনজিও সংস্থা ৪-এইচকে ৬ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে গুগল।'

গুগল প্রধান বলেন, 'এটি গুগল থেকে কম্পিউটার বিজ্ঞান শিক্ষা বিভাগে সর্বকালের সবচেয়ে বড় অনুদান এটি। এই অনুদান ওকলাহোমা এবং যুক্তরাষ্ট্রের ২৫টি রাজ্যের তরুণদের কোডিং শেখা, উন্নত পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ বিষয়ে সেবা নিশ্চিত করবে।'

সূত্র: দ্যা ভার্জ।