উবার-লিফট চালকদের ধর্মঘটের ডাক

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপ উবার এবং লিফটের চালকরা আগামী বুধবার বিশ্বের উল্লেখযোগ্য কিছু শহরে ধর্মঘট ডেকেছে।

নিউইয়র্ক সিটিতে চালকদের প্রতিনিধিত্বকারী সংস্থা বলছে, 'তাদের সদস্যরা উবারের পরিকল্পিত প্রাথমিক স্টক প্রস্তাবনার আগে উবার এবং লিফটের বিরুদ্ধে দুই ঘণ্টার ধর্মঘট করবে বলে জানায় তারা।

বিজ্ঞাপন

নিউইয়র্ক সিটির চালকদের সংস্থা বলে, আগামী বুধবার তারা উবার এবং লিফটের জন্য সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত গাড়ি চালাবেন না।

সানফ্রান্সিসকো উবার এই বৃহস্পতিবারে প্রাথমিকভাবে পুঁজিবাজার থেকে নয় বিলিয়ন ডলার অর্থ উত্তোলন করবে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের চালক সমিতি ন্যায্য মজুরি এবং অধিকার আদায়ের দাবিতে বুধবার কাজ বন্ধের পরিকল্পনা করছে।

নিউইয়র্ক সিটির অ্যাপ-ভিত্তিক ড্রাইভাররা সব ধরনের খরচ বাদ দিয়ে বৈধভাবে ন্যূনতম মজুরি ১৭ ডলার আয় করবে। এই চালক সমিতি তাদের এই কর্মক্ষেত্রে নিশ্চয়তা বৃদ্ধি করার দাবি জানিয়েছে।

সূত্রঃ দ্যা ভার্জ