অপকর্মের বিরুদ্ধে ফেসবুকের কঠোর অবস্থান

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফেসবুক, ছবি: বার্তা২৪

ফেসবুক, ছবি: বার্তা২৪

সম্প্রতি নিরাপত্তা বিষয় ও নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলা এবং পাসওয়ার্ড স্টোর করা নিয়ে বেশ তোপের মুখে পড়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। আর এই সকল বিষয়ে সামাল দিতে অনেকটা বেগ পেতে হচ্ছে ফেসবুককে।

গত মঙ্গলবার (২৫মার্চ) ফেসবুক এক বিবৃতিতে জানিয়েছে বিভিন্ন অপকর্মে ব্যবহৃত ভুয়া অ্যাকাউন্টগুলো ইরান, রাশিয়া, ম্যাকডোনিয়া এবং কসোভো থেকে মুছে দিয়েছে।

বিজ্ঞাপন

এসকল অ্যাকাউন্ট, পেইজ এবং গ্রুপগুলো ব্যবহার করে ছড়ানো হয়েছে বিভিন্ন ভুল তথ্য, প্রপাগান্ডা এবং সহিংসতা। বলা হচ্ছে চরমপন্থিরা তাদের বিভিন্ন কার্যক্রম, সমাজে বিশৃঙ্খলা এবং উগ্রবাদ ছড়াতে এইসব অ্যাকাউন্টগুলো ব্যবহার করেছে।

ফেসবুক এবং ইন্সটাগ্রাম থেকে মোট ২ হাজার ৬৩২ টি পেইজ, গ্রুপ এবং অ্যাকাউন্ট মুছে দেওয়া হয়েছে। যার মধ্যে ৫১৩টি যুক্ত ছিল ইরান এবং ১ হাজার ৯৭টি অ্যাকাউন্ট রাশিয়ার ছিল।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, রাশিয়ার সাথে সংযুক্ত অ্যাকাউন্টগুলি ব্যবহার করে উগ্র মতবাদ এবং ভুয়া খবর খবর ছড়িয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বব্যাপী যেভাবে চরমপন্থি, উগ্রবাদ, সহিংসতা এবং ঘৃণা ছড়ানো হচ্ছে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ফেসবুক এই কার্যক্রম হাতে নিয়েছে।

সূত্রঃ রয়টার্স