পাবজি খেলায় ১০ শিক্ষার্থী গ্রেফতার

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অনলাইন মাল্টিপ্লেয়ার অ্যাকশান খেলা- পাবজি/ ছবি: সংগৃহীত

অনলাইন মাল্টিপ্লেয়ার অ্যাকশান খেলা- পাবজি/ ছবি: সংগৃহীত

ভারতের গুজরাটে পাবজি গেম খেলার অপরাধে ১০ জন শিক্ষার্থীকে গ্রেফতার করে গুজরাট পুলিশ। বিভিন্ন নেতিবাচক দিক ও তরুণ প্রজন্মকে এর আশক্তি থেকে মুক্ত করতে গুজরাটে পাবজি নিষিদ্ধ করা হয়েছে।

পুলিশ কর্তৃপক্ষ জানায়, গুজরাটে নিষিদ্ধ হওয়া স্বত্ত্বেও এই পাবজি খেলায় তাদেরকে গ্রেফতার করা হয়। গুজরাটের বিভিন্ন পাবলিক প্লেসে পাবজি খেলার সময় পুলিশ তাদের গ্রেফতার করে। পরে অবশ্য সেদিনই তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

ভারতের এক মন্ত্রীর কথায়, ‘ভারতের প্রতিটি ঘরেই এ যেন এক বিষফোঁড়া (পাবজি)।’

গুজরাট কর্তৃপক্ষ জানায়, পাবজি গেম তরুণদের মনস্তাত্ত্বিক আচরণগত ও শিক্ষাক্ষেত্রে মারাত্মক বিরূপ প্রভাব ফেলছে। যা তরুণদের কাছে আশক্তিতে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

পার্শ্ববর্তী জম্মু-কাশ্মীরেও খেলাটি নিষিদ্ধ করতে আবেদন জানায় সেখানকার স্থানীয়রা।

কি এই পাবজি?

প্লেয়ার আননোওন'স ব্যাটলগ্রাউন্ড (পিইউবিজি বা পাবজি) একটি অনলাইন মাল্টিপ্লেয়ার অ্যাকশান খেলা। প্রতিনিয়ত নিজে টিকে থাকতে অন্যকে প্রতিহত করতে হয় এইখানে।

এর হাই রেজ্যুলেশন থ্রিডি গ্রাফিক্স ও ইন্টারেক্টেভি ফাংশনের জন্য গেমটি আশক্তিতে পরিণত হয়েছে। আর প্রতিদিন এর নতুন নতুন আপডেট থাকে অ্যাডভেঞ্চারাস সব স্টেজ। যেগুলো উপভোগ করতে মরিয়া হয়ে থাকেন খেলোয়াররা।

ইতোমধ্যে ৭৩ শতাংশ পাবজি খেলোয়ার তাদের স্মার্টফোনেই খেলছেন গেমটি এবং বিশ্বব্যাপী ২০০ মিলিয়ন পাবজি খেলোয়ার রয়েছে।
দক্ষিণ কোরিয়া ভিত্তিক ভিডিও গেম ডেভেলপার কোম্পানি ব্লুহোল ২০১৭-তে বাজারে ছাড়ে এই গেম।

তথ্যসূত্রঃ www.ndtv.com