২০১৮ সালে বহুল ব্যবহৃত পাসওয়ার্ডগুলি

  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃসংগৃহিত

ছবিঃসংগৃহিত

অন্যান্য বছরের মতোই ২০১৮ সালেও সবথেকে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড দুটি হল "password" আর "123456"।

সম্প্রতি স্প্ল্যাশডাটা'র বরাত দিয়ে দ্যা ভার্জের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

এছাড়াও এই বছর সবথেকে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডের তালিকার যুক্ত হয়েছে আরও নতুন একটি নাম। সেটি হল 'donald.'।

ইন্টারনেটে প্রকাশিত ৫০ লাখের বেশি পাসওয়ার্ডে সমীক্ষা করে এই তথ্য প্রকাশ করেছে স্প্ল্যাশডাটা।

এই তিনটি পাসওয়ার্ড ছাড়াও ২০১৮ সালে গ্রাহকের জনপ্রিয়তার তালিকায় ছিল "1234567", "12345678," ও "'!@#$%^&*″ পাসওয়ার্ডগুলি। জনপ্রিয়তা ২৩ নম্বর স্থানে রয়েছে 'donald.'। এছাড়াও ২০১৮ সালে জনপ্রিয় পাসওয়ার্ডের তালিকায় রয়েছে "football", "princess" ও "iloveyou"।

এই পাসওয়ার্ডগুলি ব্যবহার করেই হ্যাকার প্রথমে হ্যাকিং এর চেষ্টা করে। অনেক সময়েই এই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করলে সহজেই অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। তাই পাসওয়ার্ড ব্যবহারের সময় নিজের ছোঁয়া রাখা উচিত। এতে যে কোন অ্যাকাউন্ট  সুরক্ষা মজবুত হয়। এছাড়াও পাসওয়ার্ডে একটি অক্ষর ও একটি নম্বর ও একটি স্পেশাল ক্যারেক্টারের সমন্বয় থাকলে মজবুত হয় অ্যাকাউন্টের সুরক্ষা।