উবার অ্যাপে দেখা যাবেনা ফোন নাম্বার!

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

উবার

উবার

দ্রুত বর্ধমান রাইড শেয়ারিং অ্যাপ উবার তাদের অ্যাপে নিয়ে এসেছে নতুন এক সুবিধা। এখন রাইড শেয়ার এর জন্য ফোন করলেও চালক বা যাত্রী কেউই কারো ফোন নাম্বার দেখতে পাবেন না।

অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার পর এই ফিচারটি অতিদ্রুত উন্মোচিত হতে যাচ্ছে ভারতে। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন উবার ইন্ডিয়ার ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট প্রদীপ প্রামানেশ্বরন।

বিজ্ঞাপন

তিনি জানান, দীর্ঘদিন ধরেই এমন একটি ফিচার যুক্ত করার অনুরোধ জানিয়ে আসছিলেন রাইডার ও ড্রাইভাররা।

তিনি আরও জানান, উবার ভারতের ৩১ টি শহরে কার্যক্রম পরিচালনা করছে। সামনে এই সংখ্যা আরও বাড়ানো হবে। তবে আর কোনো কোনো শহরে উবার সেবা পাওয়া যাবে তা তিনি জানাননি। ভারতে উবারের অন্যতম প্রতিদ্বন্দ্বী ওলার সঙ্গে টেক্কা দিতেই হয়ত তাদের কার্যক্রম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উবার।

বিজ্ঞাপন