‘ড্রিম কোম্পানিজ টু ওয়ার্ক ফর’ পুরস্কার পেলো নোভারটিস

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

 

ড্রিম কোম্পানিজ টু ওয়ার্ক ফর’ পুরস্কার পেলো ফার্মাসিউটিক্যাল কোম্পানি নোভারটিস (বাংলাদেশ) লিমিটেড ।

বিজ্ঞাপন

২৩ সেপ্টেম্বর রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ বেস্ট এমপ্লয়ার ব্রান্ডস্ অ্যাওয়ার্ডস ২০১৮’এর এক অনুষ্ঠানে এ এমপ্লয়ার ব্রান্ডিং ইনস্টিটিউট- ইন্ডিয়া, ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস এবং স্টারস অব দ্যা ইন্ডাস্ট্রি গ্রুপস যৌথভাবে নোভারটিসকে এ স্বীকৃতি প্রদান করে

অনুষ্ঠানে ডা. রিয়াদ মামুন প্রধানী বলেন, ‘নোভারটিস বাংলাদেশকে আরও কর্মীবান্ধব এবং উৎপাদনমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পথে এ স্বীকৃতি আমাদের জন্য বড় অর্জন। এ পুরস্কার আমাদেরকে আরো ভালোভাবে কাজ করতে এবং দেশের শ্রেষ্ঠ নিয়োগদাতা কোম্পানিতে পরিণত হতে অনুপ্রাণিত করবে।’

 এ সময় আরও উপস্থিত ছিলেন নোভারটিসের কান্ট্রি এইচআর হেড হাসান তারেক চৌধুরী এবং এইচআর ম্যানেজার হাসান তৈয়ব ইমাম।

উল্লেখ্য, দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোতে নিয়োগদাতা পদকগুলোর মধ্যে ‘বাংলাদেশ বেস্ট এমপ্লয়ার ব্রান্ডস অ্যাওয়ার্ডস’ একটি অগ্রগণ্য পুরস্কার হিসেবে স্বীকৃত।

গত ১৭ বছর ধরে এশিয়া, গাল্ফ এবং আফ্রিকার শ্রেষ্ঠ কর্মসংস্থানকারীদের যৌথভাবে এ পুরস্কার প্রদান করছে এমপ্লয়ার ব্র্যান্ডিং ইনস্টিটিউট-ইন্ডিয়া ও চার্টার্ড হিউম্যান রিসোর্সেস অর্গানাইজেশন-এশিয়া।