বরিশালে ডেঙ্গু রোগে স্কুল ছাত্রীর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

শেবাচিমে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

শেবাচিমে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বরিশালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সুরাইয়া (১৪) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সুরাইয়া বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের বাদল মুন্সীর মেয়ে এবং স্থানীয় হাড়িটানা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

মৃত্যুর বিষয়টি বার্তাটোয়েন্টিফোর.কম-কে নিশ্চিত করেন শেবাচিম হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ আখিরুন্নেছা।

তিনি জানান, ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ৮টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয় ওই ছাত্রী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

চলতি বছরের ১৬ জুলাই থেকে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত শেবাচিম হাসপাতালে মোট ভর্তি হয়েছেন দুই হাজার ১৭০ জন রোগী এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই হাজার ৭১ জন। হাসপাতালে বর্তমানে মোট ৯৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। আর শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট আট জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।