বরিশালে ডেঙ্গু জ্বরে স্কুল ছাত্রের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃৃহীত

ছবি: সংগৃৃহীত

বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফারহাদ হোসেন জিহাদ (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জিহাদের মৃত্যু হয়। বিষয়টি বার্তাটোয়েন্টিফোর.কম’কে নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ইউনিটি-৮ এর প্রধান ডাক্তার অসীত ভূষণ দাস।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে জিহাদকে শেবাচিম হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করে স্বজনরা। মৃত জিহাদ মুলাদী উপজেলার সদর ইউনিয়নের মধ্য চর লক্ষ্মীপুর গ্রামের বাবুল আহমেদের বড় ছেলে ও চর লক্ষ্মীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

জিহাদের চাচা নুরুল ইসলাম হাওলাদার জানান, তার ভাই বাবুল আহমেদের দুই সন্তান ছিল। তার ছোট ছেলে এর আগে পানিতে ডুবে মারা যায়। আর বুধবার (১১সেপ্টেম্বর)দুপুরে বড় ছেলে ডেঙ্গু জ্বরে মারা গেল।