রাজশাহীসহ চার জেলায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জের বাঘাবাড়ী ও পাবনার ঈশ্বরদীতে বৃহস্পতিবার (১৩ জুন) মধ্যরাত থেকে শুক্রবার (১৪ জুন) মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। কারিগরি কার্যক্রম পরিচালনার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপ-ব্যবস্থাপক বিক্রয় প্রকৌশলী অনুপ কুমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সায়েদাবাদ এলাকার ভাল্ব স্টেশনে ৩০ ইঞ্চি ব্যাসের লাইনসহ অন্যান্য কারিগরি কার্যক্রম সম্পাদন করা হবে। এজন্য ১৩ জুন রাত ১২টা থেকে ১৪ জুন রাত ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দুঃখ প্রকাশ করেছে পিজিসিএল কর্তৃপক্ষ।