দেশসেরা রাজশাহী বোর্ডেও এগিয়ে মেয়েরা

  • স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

ফলাফল পেয়ে উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থীরা, ছবি: বার্তা২৪.কম

ফলাফল পেয়ে উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থীরা, ছবি: বার্তা২৪.কম

এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাশের হারে দেশসেরা হয়েছে রাজশাহী বোর্ড। গতবছরের চেয়ে এবার পাশের হার ও জিপিএ-৫ দুই-ই বেড়েছে। আর ফলাফলে ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা।

সোমবার (৬ মে) দুপুরে রাজশাহী শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আনারুল হক প্রামাণিক এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে পরীক্ষা নিয়ন্ত্রক জানান, চলতি বছর রাজশাহী বোর্ডে পাশের হার ৯১.৬৪ শতাংশ। যা গত বছর ছিল ৮৬ দশমিক ৭ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়ে ২২ হাজার ৭৯৫ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১৯ হাজার ৪৯৮ জন।

দেশসেরা রাজশাহী বোর্ডেও এগিয়ে মেয়েরা

এবার বোর্ডে ছাত্রীদের পাশের হার ৯২.৯৬ শতাংশ। আর ছাত্রদের পাশের হার ৯০.৪৪ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৬৮৬ জন ছাত্রী এবং ১১ হাজার ১০৯ জন ছাত্র।

অধ্যাপক আনারুল হক আরও জানান, ৪৩১টি স্কুলে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। গতবছর শতভাগ পাশ করেছিল ২০৬টি স্কুলের পরীক্ষার্থীরা। এ বছর শূন্য শতাংশ ফলাফল করা কোনো স্কুল নেই বোর্ডের অধীনে।

দেশসেরা রাজশাহী বোর্ডেও এগিয়ে মেয়েরা

বোর্ডের আওতাভুক্ত জেলাওয়ারী পাশের হার- রাজশাহী ৯১.৯৬ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জে ৮৯.৫১, নাটোরে ৮৭.৯৯, নওগাঁয় ৮৯.৯৩, পাবনায় ৮৯.৮৪, সিরাজগঞ্জে ৯০.৪১, বগুড়ায় ৯০.৭৩ ও জয়পুরহাটে ৯৪.১৪ শতাংশ।

রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনস্থ ৮টি জেলার ২৫৬টি কেন্দ্রে এবার পরীক্ষায় অংশ নেয় দুই লাখ চার হাজার ৮৩৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে সব বিষয়ে পাস করেছে এক লাখ ৮৬ হাজার ৮২৮ জন।আর বোর্ডের অধীনে মোট স্কুল সংখ্যা ছিল দুই হাজার ৬৪৬টি ।

এদিকে, ফল প্রকাশের পর রাজশাহীর স্কুলগুলোতে উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় নগরীর পিএন সরকারি বালিকা বিদ্যালয়, হেলেনাবাগ সরকারি বালিকা বিদ্যালয়, কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন স্কুলের কৃতি শিক্ষার্থীদের ঢোল, ব্যান্ড বাজিয়ে আনন্দ উল্লাস করতে দেখা যায়।