ফণীর অগ্রভাগ খুলনা উপকূলে

  • স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঘূর্ণিঝড় ফণীর আতঙ্কে আছেন খুলনা উপকূলের বাসিন্দারা/ ছবি: বার্তা২৪.কম

ঘূর্ণিঝড় ফণীর আতঙ্কে আছেন খুলনা উপকূলের বাসিন্দারা/ ছবি: বার্তা২৪.কম

দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ফণীর অগ্রভাগ খুলনার উপকূলে প্রবেশ করেছে। ফণীর প্রভাবে খুলনাসহ আশপাশের উপকূলীয় অঞ্চলে দমকা হাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে খুলনা আবহাওয়া অফিস।

শুক্রবার (৩ মে) সন্ধ্যায় খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ বার্তা২৪.কম-কে বলেন, ‘ঘূর্ণিঝড় ফণীর অগ্রভাগ বর্তমানে খুলনা উপকূলে অবস্থান করছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিকাল ৩টায় ঘূর্ণিঝড়টি মংলা বন্দর থেকে ৪৪৫ কিলোমিটারের দূরে অবস্থান করছিল।’

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/03/1556894206274.gif

তিনি বলেন, ‘সন্ধ্যা পর্যন্ত এটি আরও অগ্রসর‌ে আসার কথা। এ কারণেই খুলনায় দমকা বাতাসের সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ মাঝারি ধরণের বৃষ্টিপাত হয়েছে। এখনো পর্যন্ত মংলা বন্দরসহ আশপাশের এলাকায় ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/03/1556894248145.gif

এই আবহাওয়াবিদ বলেন, ‘ধারণা করা হচ্ছে মধ্যরাতের (শুক্রবার দিবাগত) যেকোনো সময় ঘূর্ণিঝড় ফণী খুলনার উপকূলীয় এলাকা মংলা-বাগেরহাট-সাতক্ষীরা অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। তখন বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। মধ্যরাতেই ঝড়টি দক্ষিণ-পশ্চিম উপকূল অতিক্রম করবে। এ সময় নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়ে পাঁচ থেকে ছয় ফুট পর্যন্তও বাড়তে পারে। তবে এখনো পর্যন্ত জলোচ্ছ্বাসের কথা বলা যাচ্ছে না।’