খুলনায় রূপালী ব্যাংকে আগুন, আহত ১

  • স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

খুলনার রূপালী ব্যাংকে আগুন,  ছবি: বার্তা২৪

খুলনার রূপালী ব্যাংকে আগুন, ছবি: বার্তা২৪

খুলনার রূপালী ব্যাংকের একটি শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জেনারেটর বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

বুধবার (১৩ মার্চ) দুপুর দেড়টার দিকে খুলনার রূপালী ব্যাংক দৌলতপুর শাখার জেনারেটর বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জেনারেটর বিস্ফোরণ ঘটলে মুহূর্তের মধ্য‌ে রূপালী ব্যাংক‌ে আগুন লেগে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/13/1552470395654.jpg

তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনের ধোঁয়ায় কিছু দেখা না যাওয়ায় ক্ষতির পরিমাণ কেউ বলতে পারেনি।

খুলনার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-পরিচালক আবুল হোসেন বার্তা২৪.কম-কে বলেন, 'জেনারেটর থেকে দৌলতপুর রুপালী ব্যাংকের শাখায় আগুনের সূত্রপাত ঘটে। তবে ব্যাংকের ভল্টে বা গোপনীয় শাখায় আগুন প্রবেশ করেনি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করেছে। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। তবে ধারণা করা যাচ্ছে, তেমন ক্ষতি হয়নি।'