স্কুল ছাত্রী অপহরণ মামলায় আসামির ১৪ বছর কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আদালতের প্রতীকী ছবি

আদালতের প্রতীকী ছবি

উজিরপুর উপজেলার রামেরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় এক ব্যক্তিকে ১৪ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত।

এছাড়া, তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আবু শামীম আজাদ আসামির অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত হলেন, উজিরপুরের রামেরকাঠী এলাকার মোঃ খলিল সিকদারের ছেলে মোঃ ইলিয়াস সিকদার।

এজাহার সূত্রে জানা যায়, উজিরপুরের রামেরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী (১৩) কে আসামি ইলিয়াস সিকদার বিভিন্ন সময় উত্যক্ত ও কু-প্রস্তাব দিত। এতে ছাত্রী রাজি না হলে ২০০৬ সালের ৪ জুন ভোররাত সাড়ে ৪টার সময় ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে বের হয়। এ সময় আসামি ইলিয়াস সিকদার তার মুখ চেপে ধরে তাকে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণের ৫ দিন পর পুলিশের সহায়তায় ঢাকার নারায়ণগঞ্জ হতে ভিকটিমকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই ভিকটিমের পিতা বাদী হয়ে ইলিয়াস সিকদারকে আসামি করে উজিরপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

২০০৬ সালের ৪ সেপ্টেম্বর উজিরপুর থানার উপ-পরিদর্শক মোঃ তারিকুজ্জামান আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

আদালতের বিচারক ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হলে এ রায় প্রদান করেন।