প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব ও বিশেষ সহকারী নিয়োগ

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রধানমন্ত্রীর কার্যালয়, ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর কার্যালয়, ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব ও বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ৪ জন। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (০৪ মার্চ) এ নিয়োগ সংক্রান্ত পৃথক আদেশ জারি করেছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন হাসান জাহিদ তুষার এবং অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ আরিফুজ্জামান নূরনবী।

বিজ্ঞাপন

আর বিশেষ সহকারী হিসেবে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও কৃষিবিদ মশিউর রহমান এবং সহকারী একান্ত সচিব-২ হিসেবে নিয়োগ পেয়েছেন গাজী হাফিজুর রহমান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়া তুষার আওয়ামী লীগের মিডিয়া উপ কমিটির সদস্য।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি হওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তরা অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হলো।

এছাড়া, এই নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সেইসঙ্গে বলা হয়, জনস্বার্থে জারি হওয়া এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।