আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিরক্ষা প্রদর্শনী উপভোগ করছেন ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিরক্ষা প্রদর্শনী উপভোগ করছেন ছবি: বাসস

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী অনুষ্ঠান পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এর আমন্ত্রণে এই প্রতিরক্ষা প্রদর্শনী উপভোগ করেন তিনি।

বিজ্ঞাপন

আবুধাবি ন্যাশনাল এক্সিভিশন সেন্টারে (এডিএনইসি) আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা (আইডিইএক্স-২০১৯) সামরিক কর্মকর্তা ও সরকারি সংস্থাগুলোর জন্য প্রতিরক্ষা প্রযুক্তি ও আধুনিক অস্ত্র সম্পর্কে জানার বিশাল সুযোগ এটি। এর আগে প্রদর্শনী সেন্টারে পৌঁছানোর পর আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান তাকে অভিনন্দন জানান।

এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির মিউনিখে ৩ দিনের সরকারি সফর শেষে আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় (আইডিইএক্স-২০১৯) যোগ দিতে রোববার (১৭ ফেব্রুয়ারি) সকালে আবুধাবি পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে ইত্তেহাদ এয়ারলাইনের একটি ফ্লাইট স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে আবুধাবি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে অবতরণ করেন।

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।