মওলানা ভাসানী পাঠাগারের উদ্বোধন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মওলানা ভাসানী পাঠাগারের উদ্বোধন। ছবি: বার্তা২৪.কম

মওলানা ভাসানী পাঠাগারের উদ্বোধন। ছবি: বার্তা২৪.কম

‘জ্ঞানার্জনই সত্যানুসন্ধানের পাথেয়’ এই স্লোগানে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর স্মৃতিতে গড়ে তোলা ‘মওলানা ভাসানী পাঠাগারটি’ চালু করা হয়েছে।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) নগরীর ফকিরবাড়ী রোডস্থ ভূঁইয়া ম্যানশন ভবনের ২য় তলায় মওলানা ভাসানী পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

পাঠাগারের উদ্বোধন করেন বরিশাল শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে।

মওলানা ভাসানী পাঠাগারের সংগঠক দেওয়ান আবদুর রশিদ নিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েত সাকি।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ মহসিন, বরিশাল চেম্বার্স অব কমার্সের সহ-সভাপতি আখতার হোসেন, অ্যাডভোকেট সুভাষ চন্দ্র, নবীন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে মজলুম জননেতা মওলানা ভাসানীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অতিথিরা।