গোলাম মাওলা রনির বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পটুয়াখালী, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

পটুয়াখালী ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনির বিরুদ্ধে গলাচিপা  থানায় ডিজিটাল সিকিউরিটি  আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির  যুগ্ম আহ্বায়ক মেহদী মাসুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বিজ্ঞাপন

গলাচিপা থানার ওসি আক্তার মোর্শেদ জানান, মোবাইল ফোনে রনির ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় গোলাম মাওলা রনি সহ ৬ জনের নামে একটি অভিযোগের প্রেক্ষিতে মামলা গ্রহণ করা হয়েছে।

গত সোমবার (১৭ ডিসেম্বর) সদ্য আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া পটুয়াখালীর-৩ আসনের মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনির একটি অডিও ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যায়। ১ মিনিট ৫ সেকেন্ডের এই ফোন আলাপে রনির সঙ্গে ছিলেন অপর এক বিএনপির নেতা।  ফোনালাপে রনির স্ত্রী কামরুন্নাহার রুনুর গাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর চাপানোসহ হাজার হাজার নেতাকর্মী দিয়ে থানা ঘেরাও করার নির্দেশ দেন তিনি।