ঝিনাইদহে আ.লীগের নির্বাচনী কার্যালয়ে বোমা হামলা, অগ্নিসংযোগ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

ঝিনাইদহে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে বোমা হামলা চালিয়েছে দুবৃর্ত্তরা। এসময় অফিস ভাঙচুর করে অগ্নিসংযোগ করে তারা। এতে আহত হয়েছে অন্তত ৮ জন। বুধবার (১৯ ডিসেম্বর) রাতে সদর উপজেলার চোরকোল গ্রামে এ ঘটনা ঘটে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/20/1545244140878.jpg

বিজ্ঞাপন

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, রাতে ওই গ্রামের নির্বাচনী কার্যালয়ে আওয়ামী লীগের বেশকিছু নেতা-কর্মী বসে মিটিং করছিল। সে সময় ১০-১২ টি মোটর সাইকেলযোগে একদল দুর্বৃত্ত এসে ৮-১০ টি বোমার বিস্ফোরণ ঘটায়। তারা পেট্রোল ঢেলে অফিসের পোস্টারসহ সবকিছু জ্বালিয়ে দেয়। ভাঙচুর করা হয় চেয়ার টেবিল। হামলায় আওয়ামী লীগের ৮ জন নেতা-কর্মী আহত হয়েছে।

এসময় আশপাশের লোকজন ছুটে আসলে বোমা হামলাকারীরা বেশকিছু বোমা ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২০ টি তাজা হাতবোমা উদ্ধার করেছে।

এ ঘটনায় জড়িতের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আহতদের মধ্যে ২ জনকে ঝিনাইদহ সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।