সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষ প্রার্থী আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষ প্রার্থী নজরুল ইসলাম, ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষ প্রার্থী নজরুল ইসলাম, ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াত নেতা জিএম নজরুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান মাওলানা আব্দুল বারিকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তাদের আটক করা হয়েছে বলে জানান শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম।

বিজ্ঞাপন

তিনি জানান, নাশকতার অভিযোগে জিএম নজরুল ইসলামকে উপজেলার ঈসমাইলপুর গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

এছাড়া উপজেলা চেয়ারম্যান মাওলানা আব্দুল বারিকে বাদঘাটা গ্রামের বাড়ি থেকে একই সময়ে আটক করা হয়েছে বলেও জানান থানার ওসি।

এর আগে সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রবিবার সকাল পযর্ন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন, কলারোয়া থানা থেকে ১৩ জন, তালা থানা থেকে ৬ জন, কালীগঞ্জ থানা থেকে ৭ জন, শ্যামনগর থানা থেকে ৬ জন, আশাশুনি থানা থেকে ৯ জন, দেবহাটা থানা থেকে ৫ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা,মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।