দৌলতদিয়া ফেরিঘাটে বিজয় দিবসের ছোঁয়া

  • রেজা-উদ্-দৌলাহ প্রধান,স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফেরিতে টানানো জাতীয় পতাকা, ছবি: বার্তা২৪

ফেরিতে টানানো জাতীয় পতাকা, ছবি: বার্তা২৪

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ছয়টা। দৌলতদিয়া ফেরিঘাটের তিন নং ঘাটে এসে আমাদের গাড়ি থামে। ঢাকার উদ্দেশে যাচ্ছি আমরা।

ফেরিঘাটে বাঁধা ছিল ভাষা সৈনিক রুস্তম আলী ফেরি। আমাদের গাড়ি পৌঁছানোর আগের গাড়িতে ওই ফেরির জায়গা পূরণ হয়ে যাওয়ায় আমাদের পরের ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে।

বিজ্ঞাপন

তাই গাড়ি থেকে নামতেই নদীর কনকনে ঠান্ডা বাতাস চোখে মুখে ঝাপটা দিয়ে যায়। দিনের আলো সবে মাত্র বাড়তে শুরু করেছে। লোকজনের আনাগোনাও কম। ঘাটের মুখেই একটা টং দোকানে কয়েকজন যাত্রী বসে চা-বিস্কুট খাচ্ছে। বিজয় দিবসের আলাপও করছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/16/1544934975198.gif

দূরেই ফেরিঘাটের মাস্তুলে কয়েকজন লোক লাল সবুজের পতাকা লাগাতে ব্যস্ত। চিকন রশিতে কাগজের পতাকা বেঁধে পুরো ফেরিতে টানিয়ে দিচ্ছিল তারা।

পতাকা টানানোতে ব্যস্ত রুস্তম আলী বার্তা২৪কে বলেন, 'ঘাট কর্তৃপক্ষের নির্দেশে বিজয় দিবস উপলক্ষে এসব পতাকা টানানো হয়েছে।'

সরেজমিনে দেখা যায়, ফেরিগুলোতেও চিকন রশিতে পতাকা দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। ফেরির সবচেয়ে উঁচু মাস্তুলে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৪/২ ফুট আয়তনের পতাকা। নদীর বাতাসে পতপত করে সগৌরবে উড়ছে লাল-সুবজের পতাকা।

একটু ঘুরে দেখতেই শাহ আমানত ফেরি এসে ঘাটে দাঁড়িয়েছে। আমরা গাড়ি নিয়ে ফেরীতে উঠে গেলাম। বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে।