বরিশালে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাঞ্জলি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বরিশালে  বুদ্ধিজীবী স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি / ছবি: বার্তা২৪

বরিশালে বুদ্ধিজীবী স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি / ছবি: বার্তা২৪

বরিশালে স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) সকালে নগরীর জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মুক্তিযোদ্ধা ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণ।

বিজ্ঞাপন

শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনে নৌকার প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল-২ আসনের নৌকা প্রার্থী তালুকদার মো. ইউনুস, বরিশাল-৩ আসনে নৌকার প্রার্থী শেখ টিপু সুলতান, বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান মঈদুল ইসলাম, সদর আসনে নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামিমসহ বিভিন্ন দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতবৃন্দ।

অপরদিকে সকাল ১০ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে শোকর‌্যালি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/14/1544779041004.jpg
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শোকর‌্যালি / ছবি: বার্ত২৪

পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের কীর্তণখোলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমিতির বর্তমান সভাপতি শেরে বাংলা হলের প্রভোস্ট ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান মো. ইব্রাহীম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক, ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্টবৃন্দ এবং বিভাগীয় প্রধানরা।

সভাটি সঞ্চালনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপাপ্ত সাধারণ সম্পাদক সরদার কায়সার আহম্মেদ।