টঙ্গীর ঘটনায় বরিশালের ওলামায়ে কেরামদের প্রতিবাদ 

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টঙ্গীর ঘটনায় বরিশালের ওলামায়ে কেরামদের প্রতিবাদ / ছবি: বার্তা২৪

টঙ্গীর ঘটনায় বরিশালের ওলামায়ে কেরামদের প্রতিবাদ / ছবি: বার্তা২৪

ঢাকার টঙ্গী ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনার মূল হোতাদের শনাক্তসহ সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বরিশালের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও মোবাল্লিগ সাথীবৃন্দ।

সোমবার (৩ ডিসেম্বর) বিকালে বরিশাল মহানগরীতে বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার মাধ্যমে এ দাবি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

নগরীর অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মুফতী নুরুল্লাহ, মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, মাওলানা আবদুল খালেক, মাওলানা আবদুল মান্নান, রুহুল আমীন প্রমুখ।

এ সময় তারা ভারতের সাদ পন্থীদের সকল কার্যক্রম বন্ধ করাসহ পাঁচ দফা দাবি জানান।

এর আগে নগরীর আমানতগঞ্জ এলাকার জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরের গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয় তারা।

এদিকে ওলামায়ে কেরাম ও মোবাল্লিগদের মিছিল সমাবেশ নিয়ন্ত্রণে রাখতে নগরীর অশ্বিনী কুমার হলসহ আশেপাশের এলাকায় কোতোয়ালী মডেল থানার বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।