প্যাট্রোল-গার্ডের দায়িত্ব নিয়ে কাশ্মীর যাচ্ছেন ধোনি

  • স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দুই মাসের ছুটি কাজে লাগাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি

দুই মাসের ছুটি কাজে লাগাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি

ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না মহেন্দ্র সিং ধোনি। অবসরেও যাচ্ছেন না। ভারতের সেনাবাহিনীতে যোগ দিতে ক্রিকেট থেকে দুই মাসের ছুটি নিয়েছেন। খুব শিগগিরই নিজের প্রতিশ্রুতি রাখতে যাচ্ছেন ভারতের সাবেক এ অধিনায়ক। প্যারাসুট রেজিমেন্টের টেরিটোরিয়াল আর্মি ইউনিটের লেফটেন্যান্ট কর্ণেল (অনারারি) ধোনি যোগ দিতে যাচ্ছেন নিজের ব্যাটালিয়নে।

ভিক্টোর ফোর্সের অংশ হিসেবে ধোনির ইউনিট এখন অবস্থান করছে কাশ্মীর উপত্যকায়। সেখানেই নিজের ইউনিটে ৩১ জুলাই যোগ দিবেন ধোনি। থাকবেন ১৫ আগস্ট পর্যন্ত।

বিজ্ঞাপন

সেনাবাহিনীতে অনুশীলনের অনুমতি চেয়ে আবেদন করে ছিলেন অফিসার ধোনি। তার সেই অনুরোধে অনুমোদন দেয় আমি হেড কোয়ার্টার্স। এমএস ধোনি প্যাট্রোলিং, গার্ড ও নিজের পদের দায়িত্ব পালন করবেন। এসময় সেনাবাহিনীর সঙ্গেই থাকবেন তিনি।

সেনাবাহিনীর বিভিন্ন সূত্র জানিয়েছেন, জোয়ানদের সঙ্গে অনুশীলন করবেন ধোনি। জীবনযাপন করবেন অন্য আট-দশজন সৈনিকের মতো। তার ব্যাটালিয়নের প্রধান কার্যালয় বেঙ্গালুরু হলেও এখন অবস্থান করছে কাশ্মীর উপত্যকায়।

বিজ্ঞাপন

২০১৫ সালে আগ্রা অনুশীলন ক্যাম্পে ভারতীয় সেনাবাহিনীর এয়ারক্রাফট ইউনিটের হয়ে ধোনি পূর্ণ করেন পাঁচটি প্যারাস্যুট অনুশীলন জাম্প। এবং বনে যান কোয়ালিফাইড প্যারাট্রুপার।

ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর ধোনির অবসরের গুঞ্জন রটে যায়। তবে এখনই ক্রিকেটকে না বলতে চান না এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।

ধারণা করা হচ্ছে, ২০২০ সালের ফেব্রুয়ারিতে ভারতের হয়ে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে চান টি-টুয়েন্টি। আগামী বছর আইপিএলেও মাঠে থাকতে চান।