৩৩ জনের মধ্যে ৩২তম বাংলাদেশের সাঁতারু
বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ব্যর্থতার পথ ধরেই হাঁটছে বাংলাদেশের সাঁতারুরা। জুয়েল আহমেদের পর হতাশ করেছেন জুনাইনা আহমেদ। দেশে সুইমিং পুলে ঝড় তুললেও আন্তর্জাতিক অঙ্গনে সুপার ফ্লপ! ২০০ মিটার ব্যাকস্ট্রোকের হিটে ৩৩ জনের মধ্যে ৩২তম হলেন জুনাইনা।
অথচ লন্ডন প্রবাসী এই সাঁতারু গত জাতীয় চ্যাম্পিয়নশিপে আটটি রেকর্ডসহ জেতেন নয়টি সোনার পদক। সেই অপ্রতিরোধ্য জুনাইনার দেখা মিলল না বিশ্ব সাঁতারে।
দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে ২০০ মিটারে তিনি সময় নেন ২ মিনিট ৩৪ দশমিক ৯৫ সেকেন্ড। অথচ দেশে ২ মিনিট ৩৪ দশমিক ১৪ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন জুনাইনা।
তারও আগে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে হতাশ করেন দুই সাঁতারু জুয়েল আহমেদ ও আরিফুল ইসলাম। দুজনই হিট থেকেই বিদায় নেন। ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ১ মিনিট ৫ সেকেন্ড টাইমিংয়ে ৬৩ প্রতিযোগীর মধ্যে জুয়েল হয়েছেন ৬২তম! অথচ তিনি জাতীয় চ্যাম্পিয়নশিপে রেকর্ডসহ জেতেন পাঁচটি সোনার পদক।
আবার ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ৮৭ প্রতিযোগীর মধ্যে ৭৮তম হয়েছিলেন বাংলাদেশের আরেক সাঁতারু আরিফুল ইসলাম। ১ মিনিট ৭ দশমিক ৭৪ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি। তিনি দেশ থেকে পাঁচটি সোনার পদক জিতে গিয়েছিলেন গুয়াংজুতে!