স্ত্রী-সন্তান নিয়ে প্যারিসে ছুটির আনন্দে সাকিব

  • সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আইফেল টাওয়ারের পাশে সপরিবারে সাকিব আল হাসান- ছবি: ফেসবুক

আইফেল টাওয়ারের পাশে সপরিবারে সাকিব আল হাসান- ছবি: ফেসবুক

স্বপ্নের মতোই বিশ্বকাপটা কেটেছে সাকিব আল হাসানের। ব্যাট হাতে যা করতে চেয়েছেন তারও চেয়ে বেশি যেন পেয়েছেন তিনি। ৮ ইনিংসে দুটি সেঞ্চুরি। তিনটিতে ম্যাচসেরা। ৮৬.৫৭ গড়ে তুলেন ৬০৬ রান। আর বল হাতে ১১ উইকেট। সেই সাফল্যের পর এখন ছুটির মেজাজেই আছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

বিশ্বকাপ শেষে বাংলাদেশ দল গত ৭ জুলাই ফিরে এসেছে দেশে। কিন্তু সতীর্থদের সঙ্গে ফেরেননি সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে ছুটি নিয়ে পরিবারের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/19/1563546222754.jpg

কয়েকদিন ইংল্যান্ডে কাটিয়ে স্ত্রী উম্মে আহমেদ শিশির আর কন্যা আলাইনা হাসান অউব্রিকে নিয়ে চলে যান সুইজারল্যান্ডে। সেখানে নিজেদের মতো করেই কাটালেন সময়। তারপরই বেড়াতে যান ইউরোপের আরেক দেশ ইতালিতে।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/19/1563546238220.jpg

ছুটির এ পর্যায়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে রয়েছেন সাকিব। সেখানেই স্ত্রী-সন্তানকে নিয়ে কাটছে তার আনন্দের সময়।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছুটির আনন্দের একটি ছবি পোস্ট করেন সাকিব। ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ছবিতে দেখা যায়- স্ত্রী-সন্তানকে নিয়ে প্যারিসে ভোজনে ব্যস্ত নাম্বার ওয়ান অলরাউন্ডার! পেছনে দেখা যাচ্ছে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার!

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/19/1563546254187.jpg

সাকিব সেই ছবির ক্যাপশনে লিখেছেন- ‘ফ্যামিলি ভ্যাকেশন ❤️❤️❤️।’