গাড়ি দূর্ঘটনায় স্প্যানিশ ফুটবলারের মর্মান্তিক মৃত্যু
মৃত্যু অবধারিত! কিন্তু এমন চলে যাওয়া সত্যিই হৃদয়বিদারক। পরিবারের মানুষদের কাছে নিরাপদে ফেরার ইচ্ছে নিয়ে বেরিয়ে ছিলেন ঘর থেকে। কিন্তু গাড়ি দূর্ঘটনায় সব শেষ। স্পেনের সাবেক ফুটবলার হোসে অ্যান্তোনিও রেইস আর নেই! মাত্র ৩৫ বছর বয়সে সাবেক এই তারকা ফুটবলার চলে গেলেন না ফেরার দেশে। শনিবার সকালে এক গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন তিনি।
স্প্যানিশ ক্লাব সেভিয়া এক টুইটার বার্তায় লিখেছে, ‘ট্র্যাফিক সংঘর্ষে প্রিয় বন্ধু হোসে আন্তোনিও রেয়েস মারা গেছেন! রেস্ট ইন পিস।’
রেইসের মৃত্যু নিয়ে এখনো বিস্তারিত কিছু জানাতে পারেনি স্প্যানিশ গণমাধ্যম। তবে জানা গেছে, তার শহর সেভিয়ার কাছাকাছিই দৃর্ঘটনায় পড়ে তার গাড়ি।
১৯৯৯ সালে সেভিয়ার হয়ে লা লিগায় অভিষেক রেইসের। দীর্ঘ ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ, আর্সেনাল এবং সেভিয়ার হয়ে খেলেছেন তিনি। আর্সেনালে তিন মৌসুম কাটিয়ে ধারে রিয়াল মাদ্রিদে নাম লেখান এই ফরোয়ার্ড।
এরপর চার মৌসুম খেলেছেন অ্যাথলেটিকো মাদ্রিদে। বেনফিকায় ধারে এক মৌসুম খেলে ফেরেন সেভিয়ায়। এই ক্লাবটিতে পাঁচ মৌসুম শেষে ২০১৭ সালে স্প্যানিওলের হয়ে ক্লাব ক্যারিয়ারের ইতি টানেন তিনি।
স্পেন জাতীয় দলেও খেলেছেন রেইস। ২০০৩ থেকে ২০০৬ সাল ২১ ম্যাচটি ম্যাচে স্প্যানিশ জার্সিতে দেখা গেছে তাকে!