বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিতে নিয়োগ
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিতে তিন পদে কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।
পদের নাম: একাউন্টস অফিসার
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে থেকে হিসাববিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি অথবা এমবিএ ডিগ্রি।
বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
পদের নাম: গবেষণা কর্মকর্তা
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি/ গণিত/ পরিসংখ্যান/ লােক প্রশাসন/ অর্থ/ ব্যবস্থাপনা/ ব্যবসা প্রশাসন/ মার্কেটিং/ হিসাববিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি। বিআইএ ডিপ্লোমা অতিরিক্ত যােগ্যতা হিসাবে বিবেচিত হবে। অথবা যেকোন বিষয়ে ৪ বছরের স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রিসহ কোন বীমা/ ব্যাংকিং প্রতিষ্ঠানে গবেষণা জুনিয়র অফিসার হিসাবে চাকরির অভিজ্ঞতাসম্পন্ন।
বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
পদের নাম: সহকারী প্রােগ্রামার
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান/ পদার্থ বিজ্ঞান/ ফলিত পদার্থবিজ্ঞান/ গণিত/ পরিসংখ্যান/ হিসাববিজ্ঞান/ অর্থনীতি/ ব্যবসা প্রশাসনে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণির স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি অথবা বিএসসি (প্রকৌশল) ডিগ্রি। স্বীকৃত/ নিবন্ধিত কোন প্রফেশনাল কম্পিউটার
সােসাইটির সদস্য/ সহযােগী সদস্য হতে হবে।
বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
আবেদনের নিয়ম: অনলাইনে bia.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ৫ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত।