ঢাকা কমার্স কলেজে শিক্ষক নিয়োগ
ঢাকা কমার্স কলেজে শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।
পদের নাম: প্রভাষক
বিষয়: পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান, গণিত, সিএসই
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণির সম্মানসহ প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৩.৫০ এবং এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৪.৫০ থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
পদের নাম: সহকারী অধ্যাপক
বিষয়: রসায়ন
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণির সম্মানসহ প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৩.৫০ থাকতে হবে। কলেজ পর্যায়ে পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা ও দুইটি গবেষণাধর্মী প্রকাশনা থাকতে হবে।
বেতনস্কেল: ৩৫,৫০০-,৬৭,০১০ টাকা
আবেদনের নিয়ম: প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার যাবতীয় কাগজপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদ, ৫০০ টাকার ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার, সদ্য তােলা পাসপোর্ট সাইজের সত্যায়িত দুই কপি ছবিসহ আগামী ২০ আগস্টের মধ্যে 'অধ্যক্ষ, ঢাকা কমার্স কলেজ, -১২১৬' ঠিকানায় পাঠাতে হবে।