মৎস্য অধিদপ্তরের প্রকল্পে চাকরি
মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোেলজি প্রােগ্রাম- ফেজ II প্রজেক্ট (এনএটিপি-২)’ প্রকল্পে চুক্তিভিত্তিক লোকবল নিয়োগ দেয়া হবে।
পদের নাম: ডাটা এনালিষ্ট
পদসংখ্যা: ১টি
যােগ্যতা: কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং/ আইসিটি/ পরিসংখ্যান/ সামাজিক বিজ্ঞান/ অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্র অথবা প্রােগ্রামার/ সিস্টেম এনালিষ্ট/ ডাটা এনালিষ্ট হিসাবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৬০,০০০ টাকা
পদের নাম: পিএ টু ডাইরেক্টর
পদসংখ্যা: ১টি
যােগ্যতা: দ্বিতীয় শ্রেণিসহ যেকোন বিষয়ে স্নাতক ডিগ্রি। পিএ/কম্পিউটার অপারেটর বা অনুরূপ কাজের কমপক্ষে ৫ বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজী টাইপে দক্ষ ও অভিজ্ঞ হতে হবে।
বেতন: ৪০,০০০ টাকা
আবেদনের ঠিকানা: পরিচালক, প্রকল্প বাস্তবায়ন ইউনিট, ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনােলজি প্রােগ্রাম- ফেজ II প্রজেক্ট (এনএটিপি-২), মৎস্য অধিদপ্তর অংশ, মৎস্য অধিদপ্তর, কক্ষ নং- ৯১৩, মৎস্য ভবন, ১৩ শহীদ ক্যাপটেন মনসুর আলী সরণি, রমনা, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ: ২৮ জুলাই ২০১৯।