পল্লী বিদ্যুতায়ন বাের্ডে ১৫৬জন নিয়োগ
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বাের্ডের আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে তিন পদে ১৫৬ জনকে নিয়োগ দেয়া হবে।
পদের নাম: সহকারি জেনারেল ম্যানেজার (সদস্য-সেবা)
পদসংখ্যা: ১০টি
যােগ্যতা: এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল/ইলেট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। অথবা চার বছর মেয়াদী ফলিত পদার্থবিদ্যা (অ্যাপ্লাইড ফিজিক্স)/ পদার্থবিদ্যায় (ফিজিক্স) স্নাতক (সম্মান) ডিগ্রি। অথবা ফলিত পদার্থবিদ্যা (অ্যাপ্লাইড ফিজিক্স)/ পদার্থবিদ্যায় (ফিজিক্স) স্নাতকোত্তর ডিগ্রি। বেসিক ইলেকট্রিসিটি সম্পর্কে ভাল জ্ঞান ও ধারনা থাকতে হবে।
বেতনস্কেল: চুক্তিকালীন নির্ধারিত বেতন ৪১,৮০০ টাকা। পরবর্তীতে স্থায়ী হলে পবিস বেতন কাঠামাে ২০১৬ অনুযায়ী ৪৩,৫০০ টাকা স্কেল অনুযায়ী।
পদের নাম: সহকারি জুনিয়র ইঞ্জিনিয়ার (আইটি)
পদসংখ্যা: ২২টি
যােগ্যতা: চার বছর মেয়াদী কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অথবা সমমানের ডিগ্রি।
বেতনস্কেল: চুক্তিকালীন নির্ধারিত বেতন ২৯,৬০০ টাকা। পরবর্তীতে স্থায়ী হলে পবিস বেতন কাঠামাে ২০১৬ অনুযায়ী ৩০,৭৯০ টাকা স্কেল অনুযায়ী।
পদের নাম: সহকারি জুনিয়র ইঞ্জিনিয়ার (ওএন্ডএম/ ইএন্ডসি এসএন্ডপি/ ইআরই/উ জিএস/ ইআরসি)
পদসংখ্যা: ১২৪টি
যােগ্যতা: ইলেকট্রিক্যাল/ পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।
বেতনস্কেল: চুক্তিকালীন নির্ধারিত বেতন ২৯,৬০০ টাকা। পরবর্তীতে স্থায়ী হলে পবিস বেতন কাঠামাে ২০১৬ অনুযায়ী ৩০,৭৯০ টাকা স্কেল অনুযায়ী।
আবেদনের নিয়ম: অনলাইনে brebhr.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২১ জুলাই বিকাল ৫টা পর্যন্ত।