শিক্ষক নেবে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি
বিভিন্ন প্রোগ্রামে পূর্ণকালীন শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করেছে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি।
সিএসই, ইসিই, টিএইচএম, ইংরেজি ও গণিত প্রোগ্রামে লেকচারার, সিনিয়র লেকচারার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ দেয়া হবে।
সিএসই প্রোগ্রামে আবেদনের জন্য সিএসই/ সিএস বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ও এমএসসি ডিগ্রি থাকতে হবে। ইসিই প্রোগ্রামের জন্য ইইই বা ইসিইতে বিএসসি ও এমএসসি ডিগ্রি, টিএইচএম প্রোগ্রামের জন্য ব্যাচেলর ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইংরেজি প্রোগ্রামে আবেদনের জন্য ইংরেজিতে বিএ ও এমএ ডিগ্রি এবং গণিতের জন্য গণিত বিষয়ে বিএসসি ও এমএসসি ডিগ্রি থাকতে হবে। সিনিয়র লেকচারার পদের জন্য চার বছরের অভিজ্ঞতা এবং একটি গবেষণা প্রকাশনা এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য সাত বছরের অভিজ্ঞতা এবং দুইটি গবেষণা প্রকাশনা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের সিভি, ভিডিও রেজুমে, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, অভিজ্ঞতার সনদ এবং অন্যান্য ডকুমেন্টসহ ‘প্রিন্সিপাল, ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি, ৬৪/৪ লেক সার্কাস (ডলফিন গলি), কলাবাগান, ঢাকা-১২০৫’ ঠিকানায়।