আর্মি মেডিক্যাল কোর সেন্টার এন্ড স্কুলে নিয়ােগ
আর্মি মেডিক্যাল কোর সেন্টার এন্ড স্কুল, শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে ডিপ্লোমা ইন হেলথ টেকনােলজি এবং ডিপ্লোমা ইন মেডিক্যাল এসিসটেন্ট ট্রেনিং কোর্সের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রশিক্ষক নিয়ােগ করা হবে।
ফার্মেসী বিষয়ে দুইজন, ডেন্টাল একজন এবং পদার্থবিদ্যা বিষয়ে একজনকে নেয়া হবে।
ফার্মেসী বিষয়ের প্রশিক্ষক পদে আবেদনের জন্য বিএসসি/ডিপ্লোমা ইন ফার্মেসি ডিগ্রি, ডেন্টাল বিষয়ের বিডিএস/ ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনােলজি ডিগ্রি এবং পদার্থবিদ্যার প্রশিক্ষক পদের জন্য পদার্থ বিষয়ে বিএসসি (অনার্স) বা এমএসসি ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের শিক্ষাগত যােগ্যতা শিথিলযােগ্য।
আগ্রহী প্রার্থীদের ২ কপি ছবি, শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, টেলিফোন/মােবাইল নম্বর, পূর্ণ জীবন বৃন্তান্তসহ ‘কমান্ড্যান্ট, আর্মি মেডিক্যাল কোর সেন্টার এন্ড স্কুল’ বরাবর লিখিত আবেদনপত্র আগামী ১২ জুনের মধ্যে পৌঁছাতে হবে।