নির্বাচনের আগে ফেক নিউজ রুখতে হোটাসঅ্যাপে নতুন ফিচার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এবারের ভারতের লোকসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলো সামাজিক মাধ্যমগুলোকে প্রচারণার প্রধান হাতিয়ার বানিয়েছে। তাতে যেমনি তাদের সুবিধাও হচ্ছে ততটাই আবার ফেক নিউজের দাপটে সমস্যায়ও পড়তে হচ্ছে দলগুলোর সমর্থকদের। তাই নির্বাচনের আগে ভারতে হোটাসঅ্যাপে যোগ হলো নতুন ফিচার।

এখন থেকে ইচ্ছা করলেই কেউ, কাউকে হোটাসঅ্যাপের গ্রুপে অ্যাড করতে পারবে না। ফিচারটির নাম নোবডি এটি যদি সিলেক্ট করা থাকে তাহলে সহজেই কেউ কাউকে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না। তার বদলে শুধুমাত্র গ্রুপে যোগদানের নিমন্ত্রণ (ইনভিটেশন) পাঠাতে পারবে। কেউ নিমন্ত্রণ গ্রহণ (অ্যাকসেপ্ট) করলেই তবেই যোগ দিতে পারবে সেই গ্রুপে।

বিজ্ঞাপন

তবে সেজন্য অ্যাপটির ব্যবহারকারীকে সেটিংসে গিয়ে কিছু বদল করতে হবে। তবেই তাকে আর সরাসরি কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না কেউই। বদলে তার কাছে যাবে একটি ইনভিটেশন। ফিচারটি চালু করতে হলে প্রথমেই যেতে হবে, সেটিংসে- সেখান থেকে অ্যাকাউন্টে- অ্যাকাউন্ট থেকে প্রাইভেসিতে। সেখান থেকে অ্যাবাউট-এ।

সেখানে মিলবে তিনটি অপশন। নোবডি, মাই কন্ট্যাক ও এভরি ওয়ান, এই এভরই সিলেক্ট করা থাকলে যেকেউ গ্রুপে সরাসরি অ্যাড করতে পারবে। মাই কনট্যাক্টস -সিলেক্ট করলে শুধুমাত্র কনট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিরাই সরাসরি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবে। আর নোবডি সিলেক্ট করা থাকলে সরাসরি ব্যবহারকারীকে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না কেউই। বদলে শুধুমাত্র গ্রুপে যোগদানের ইনভিটেশন পাঠাতে পারবে। ইনভিটেশন অ্যাকসেপ্ট করলেই তবেই যোগ দেওয়া যাবে সেই গ্রুপে।

বিজ্ঞাপন

ইতোমধ্যে বেশ কিছু ফোনে হোয়াটসঅ্যাপে এই ফিচার দেওয়া হয়েছে। মূলত উদ্দেশ্যপ্রণোদিত ভাবে যে সমস্ত গ্রুপ থেকে ভুয়ো খবর ছড়ায় তাদের রুখতেই এই পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এছাড়াও নির্বাচনের আগে ভারতের ৭৬টি ফেক নিউজ অ্যাকাউন্ট ব্লক করেছে ফেসবুক সংস্থা। দেশটির নির্বাচনের আগে সামাজিক মাধ্যমগুলো যতটা হাতিয়ার করেছে রাজনৈতিক দলগুলোর। এবারে ততটাই সজাগ রয়েছে মাধ্যমগুলোর সংস্থা।