নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে আসবেন প্রিয়াঙ্কা গান্ধী
কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহে প্রচারে এসেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এবার পশ্চিম বাংলায় প্রচারে যাক প্রিয়াঙ্কা গান্ধী- এমনই ইচ্ছা কংগ্রেস সভাপতির। সেই মতো পশ্চিমবঙ্গে কংগ্রেস দলের প্রচারে প্রিয়াঙ্কাকে ‘স্টার ক্যাম্পেইনার’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কংগ্রেস সূত্রে খবর, পশ্চিমবঙ্গে যাওয়ার ব্যাপারে প্রিয়াঙ্কা গান্ধীরও আগ্রহ রয়েছে। প্রচারে গেলে যদি সময় সুযোগ হয়, তাহলে কলকাতার বেলেঘাটার হায়দরি মঞ্জিলে (এখন যার নাম গান্ধীভবন) যেতে চান প্রিয়াঙ্কা। দেখতে চান স্বাধীনতার দিনটিতে গান্ধীজি যেখানে ছিলেন, সেই বাড়িটি। তবে সবটাই নির্ভর করছে তার নির্বাচনী সফরসূচি তৈরি হওয়ার পর।
মূলত উত্তরপ্রদেশে প্রচারে জোর দিলেও কমবেশি গোটা দেশেই প্রিয়াঙ্কাকে প্রচারে যাওয়ার আমন্ত্রণ পাঠিয়েছেন সংশ্লিষ্ট রাজ্যের প্রদেশ নেতৃত্ব। প্রিয়াঙ্কা গান্ধীর পাশাপাশি কংগ্রেসের চার রাজ্যের মুখ্যমন্ত্রী কমলনাথ, অমরিন্দর সিং, অশোক গেহলট ও ভূপেশ বাঘেলকেও পশ্চিমবঙ্গে প্রচারের জন্য স্টার আনা হচ্ছে।
এছাড়া রয়েছেন দুই সাবেক ক্রিকেটার। একজন পাঞ্জাবের মন্ত্রী নভজ্যোৎ সিং সিধু। অন্যজন মহম্মদ আজহার উদ্দিন। এছাড়া সোনিয়া গান্ধী, মনমোহন সিং, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ারও আসছেন পশ্চিমবঙ্গে প্রচারে। তবে কে কবে কোন রাজ্যে প্রচারে যাবেন, তা এখনও ঠিক হয়নি।
কংগ্রেস মোদিবিরোধী বৃহত্তর জোটে থাকলেও পশ্চিমবঙ্গের রাজনৈতিক লড়াইয়ে কারও সঙ্গে কোনো আসন সমঝোতা হয়নি। উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিয়াল্লিশে বিয়াল্লিশটি আসন পাবে বলে হুঙ্কার দিয়ে রেখেছেন। অর্থাৎ রাজ্যের সব আসনেই জিতবে তৃণমূল। তাই রাজ্যে কংগ্রেসও একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে।
কদিন আগে পশ্চিমবঙ্গে প্রথম নির্বাচনী সভা করতে এসে মালদহে গিয়ে নরেন্দ্র মোদিকে যেমন তোপ দেগেছেন রাহুল গান্ধী, একইভাবে সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়েরও। সেই সমালোচনার তীব্রতা বাড়াতে ও রাজ্যের কংগ্রেস কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে এবার রাজ্যে প্রচারে আসছেন প্রিয়াঙ্কা গান্ধী। তবে নির্দিষ্ট তারিখ জানা যায়নি।