মহাকাশে মহাশক্তিধর হলো ভারত
এবার মহাকাশে মহাশক্তিধর হলো ভারত। দেশের ওপর নজরদারি করছে এমন স্যাটেলাইট ধ্বংস করার ক্ষমতা চলে এলো ভারতের হাতে।
বুধবার (২৭ মার্চ) বেলা ১২টা নাগাদ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এমনটাই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার পরই দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে মিশন শক্তি নিয়ে। অ্যান্টি স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র -এস্যাট দিয়ে কীভাবে উপগ্রহ ধ্বংস করা যাবে, সেই প্রশ্নই এখন জানতে চাইছে সকলে।
প্রসঙ্গত, এই ক্ষমতা অর্জনের ফলে মহাকাশের লড়াইয়ে বিশ্বের চার নম্বর দেশের জায়গা পেল ভারত। এখনও পর্যন্ত এই ধরনের মিসাইল ছিল আমেরিকা, রাশিয়া ও চিনের হাতে।
বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন, ডিআরডিও-র বিজ্ঞানীদের এই অভিযানের নাম দেওয়া হয়েছে মিশন শক্তি। ইসরোর সঙ্গে সহযোগিতায় মাত্র তিন মিনিটে ৩০০ কিলোমিটার দুরের অভিযানকে সফল করেছেন বিজ্ঞানীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই মিশন শক্তির সঙ্গে যে সমস্ত বিজ্ঞানী ও অন্য কর্মকর্তারা যুক্ত ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন।
তবে এই অভিযানের জন্য কোনো আন্তর্জাতিক নিয়ম ভাঙা হয়নি বলে স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী। তার কথায়, 'ভারতের নিরাপত্তার জন্য এই কাজ খুব জরুরি ছিল। ভারত শান্তিতে বিশ্বাসী। যুদ্ধে বিশ্বাস করে না। কোনো দেশকে আঘাত করাও ভারতের উদ্দেশ্য নয়।'
মোদির বক্তব্য, 'আমাদের লক্ষ্য ভবিষ্যতের জন্য আমাদের দেশের নিরাপত্তা সুনিশ্চিত করা। প্রত্যেক ভারতীয় যাতে নিজেকে নিরাপদ মনে করেন, সেই পরিস্থিতি তৈরি করাই আমাদের লক্ষ্য। আমরা চাই নিরাপদ ভারত তৈরি করতে।'
তবে এ নিয়ে মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাদের অভিযোগ নির্বাচনের তফসিল ঘোষণার পর জাতির উদ্দেশে কীভাবে ভাষণ দেন নরেন্দ্র মোদি। এই নিয়ে নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছে। তবে পাশাপাশি ডিআরডিও-র বিজ্ঞানীদের এই অভিযানকে সাধুবাদও জানিয়েছেন তারা। মমতা বলেছেন, 'এটা দেশের বিজ্ঞানীদের সাফল্য, মোটেও নরেন্দ্র মোদির কৃতিত্ব নয়।'