‘মল্লিকা সেনগুপ্ত পুরস্কার’ পেলেন তানিয়া চক্রবর্তী

  • কলকাতা ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কবি মল্লিকা সেনগুপ্ত পুরস্কার নিচ্ছেন তরুণ কবি তানিয়া চক্রবর্তী, ছবি: বার্তা২৪

কবি মল্লিকা সেনগুপ্ত পুরস্কার নিচ্ছেন তরুণ কবি তানিয়া চক্রবর্তী, ছবি: বার্তা২৪

কবি মল্লিকা সেনগুপ্ত পুরস্কার পেয়েছেন তরুণ কবি তানিয়া চক্রবর্তী। তিনি ছাড়াও আরেক তরুণ কবি শৌভিক দে সরকারও এই পুরস্কার পেয়েছেন।

গত মঙ্গলবার (২৬ মার্চ) কলকাতার শিশির মঞ্চে এক মনোজ্ঞ অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে ছিলেন যোগেন চৌধুরী, হর্ষ দত্ত ও সুবোধ সরকার। এছাড়া কবিতা ও আবৃত্তিতে স্মরণ করা হয় 'আমি সিন্ধুর মেয়ে' এর কবিকে।