মমতার বাড়ির বৈঠক শেষে যা বললেন মিমি-নুসরাত
সপ্তদশ লোকসভা নির্বাচনের জন্য মঙ্গলবারই (১২ মার্চ) পশ্চিমবঙ্গের ৪২টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পুরনো প্রার্থীদের সঙ্গেই এবার রয়েছেন একাধিক নতুন মুখ। আছে নব্য রাজনীতিতে পা দেওয়া টলিউড সেলিব্রেটিরাও।
মমতার এই ৪২ জন মুখ পরবর্তীতে কীভাবে এগোবে, তা নিয়েই কালীঘাটের কার্যালয়ে সকল প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো। বৈঠকে ঠিক করে দেওয়া হয় কী হবে এবারের নির্বাচনী অ্যাজেন্ডা? কীভাবে পৌঁছাতে হবে মানুষের ঘরে ঘরে। তবে এদিনের বৈঠকে সাংবাদিকদের নজর ছিল মমতার চমক দেওয়া টলিউডের দুই তারকা প্রার্থী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানের ওপর।
বৈঠক শেষে মিমি বলেন, ‘আমি আপনাদের জন্য কাজ করতে চাই। আপনাদের পাশে দাঁড়াতে চাই। এতদিন যে রকমভাবে দোয়া-ভালোবাসা আমাকে দিয়ে এসেছেন, আমাকে আগলে রেখেছেন, আমি চাই আমাকে সেভাবেই আগলে রাখুন এবং আমার ওপর ভরসা রাখুন।’
তিনি আরও বলেন, ‘আমি একজন সৈনিক। আজ থেকে স্নিকার্স (কাপড়ের জুতো) পরে রেডি তোমাদের পাশে থাকব বলে। এতদিন তো বিনোদনের মধ্য দিয়ে তোমাদের পাশে ছিলাম। তাই তোমরা আমাকে সব থেকে ভাল চেনো ও জানো। মানুষের লাইভ রিঅ্যাকশন শুনতে সব সময় ভাল লাগে। আর দিদির (মমতা) জন্য আজকে এত বড় মোটিভ নিয়ে সাবার কাছে যাব। আমি খুবই এক্সাইটমেন্ট, আমাকে দোয়া করো।’
মমতার অপর প্রার্থী নুসরাত বলেন, ‘আমি ভোটারদের ভোটার হিসেবে দেখছি না। তারা আমার অডিয়েন্স। তারা আমার দর্শক। তারা আমাকে এতদিন ধরে ভালোবেসে এসেছে। তাদের দোয়া এবং সাপোর্ট নিয়ে আমি এগিয়ে যাব। খুব তাড়াতাড়ি প্রচারে নামব।’
ভোটের ফল কি হবে তা ভবিষ্যত বলবে। কিন্তু মুখ্যমন্ত্রীর চমক দেওয়া দুই তারকা যে আটঘাট বেঁধেই মাঠে নামছেন তা তাদের চাল-চলনই বলে দিচ্ছে।