মেট্রোর নাম তবে আতঙ্কযান

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কলকাতা মেট্রোতে দিনে ছয়বার যান্ত্রিক ত্রুটি। এরমধ্যে পাঁচবারই আগুনের ফুলকি ও ধোয়া বের হওয়ায় যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়েছে। এক ঘণ্টার কম সময়ে গড়িয়া-দমদমের ২৭ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষমতা থাকায় মহানগরের 'লাইফলাইন' তকমা পেয়েছিল মেট্রো।

এদিকে যান্ত্রিক ত্রুটির পর মেট্রোর প্রতি আস্থা হারাচ্ছেন যাত্রীরা। তবে বিকল্প না থাকায় অনেকটাই নিরুপায় হয়ে পড়েছেন তারা। বৃহস্পতিবারের ঘটনার পর দমদম স্টেশনে রীতিমতো বিরক্ত হয়ে পড়েন অনেক যাত্রী।

বিজ্ঞাপন

মেট্রোর দুর্দশায় নতুন রেক নিয়ে যাত্রীদের মধ্যে সংশয় সৃষ্টি করেছে। দেড় বছর আগে আসা রেকের সন্তোষজনক মহড়া এখনও হল না কেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

গত এক বছর ধরেই নিয়মিত যান্ত্রিক গোলযোগে মুখে পড়তে হয়েছে যাত্রীদের। কখনও সকালে ব্যস্ত সময়ে, কখনও সন্ধ্যায় যখন বাড়ি ফেরার তাড়া, তখনই বেধেছে বিপত্তি। তবে প্রতিবারই মেট্রোর কর্মকর্তারা অভিযোগের তুলেছেন মেয়াদ পেরোনো নন-এসি রেকের দিকে। বৃহস্পতিবারও ব্যতিক্রম হয়নি। এ দিনও কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আমাদের যে ২৭টি রেক রয়েছে, তার মধ্যে ১৩টিরই বয়স ৩৫ বছর। আমাদের প্রযুক্তিবিদরা খুব নিষ্ঠার সঙ্গে রক্ষণাবেক্ষণের কাজ করেন বলেই রেকগুলো এখনও চলছে।'

বিজ্ঞাপন