প্রশংসিত কঙ্গনা রানাওয়াত

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

কঙ্গনা রানাওয়াত

কঙ্গনা রানাওয়াত

‘মনিকর্ণিক: দ্য কুইন অব ঝাঁসি’তে অভিনয় করে বক্স অফিসে বাজিমাত করেই যাচ্ছেন কঙ্গনা রানাওয়াত। ইতিমধ্যে ৫০ কোটি রুপি আয় করে নিয়েছে ছবিটি।

শুধু বক্স অফিসে বাজিমাত নয়, ছবিটিতে অভিনয়ের সুবাদে সকলের প্রশংসাও কুড়াচ্ছেন বলিউডের এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

সম্প্রতি কঙ্গনার ‘মনিকর্ণিক: দ্য কুইন অব ঝাঁসি’ দেখতে প্রেক্ষাগৃহে গিয়েছিলেন বর্ষীয়ান দুই অভিনেত্রী আশা পারেখ ও ওয়াহিদা রহমান। ছবিটিতে কঙ্গনার অভিনয় মন কেড়ে নিয়েছে দু’জনের।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Feb/01/1548999756552.jpg
আশা পারেখ ও ওয়াহিদা রহমান

 

বিজ্ঞাপন

ছবিটি দেখার পর ওয়াহিদা বলেন, ‘মনিকর্ণিক: দ্য কুইন অব ঝাঁসি’ দেখার জন্য মুখিয়ে ছিলেন তিনি। এছাড়া কঙ্গনার অভিনয়ের ভূয়সী প্রশংসাও করেছেন।