২০২৩ বিশ্বকাপ ভারতেই

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ক্রিকেট বিশ্বকাপ ট্রাফি

ক্রিকেট বিশ্বকাপ ট্রাফি

কর সমস্যার কারণে ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার যে গুঞ্জন উঠেছিলো, তার ধোঁয়াশা দূর করল আইসিসি। ২০২১ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৩ বিশ্বকাপ ভারতেই হবে। ভারত সফরে তা স্পষ্ট জানিয়েছে আইসিসির সিইও ডেভিড রিচার্ডসন।  ভারতের সঙ্গে আয়কর বিষয়ে সমস্যা রয়েছে তবে এর জন্য বিশ্বকাপ সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই আইসিসির বলে জানান তিনি।

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় আইসিসিকে কোনও কর দেয়নি ভারত সরকার। যা নিয়ে বিতর্ক হয়। তার জেরেই আইসিসি ভাররতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেয় হয় ১৬১ কোটি বকেয়া কর মেটাতে হবে, না হলে ২০২৩ বিশ্বকাপ ভারত থেকে চলে যাবে। তবে সিইও রিচার্ডসন কথায় বিশ্বকাপ না হওয়ার ঝুঁকি আর থাকলো না।

বিজ্ঞাপন

কর না দেওয়ার বিষয়ে তিনি বলেন, 'কর প্রদানের বিষয়টি সব সয়মই গুরুত্বপূর্ণ। কারণ, আইসিসি এই অর্থ ক্রিকেটের কাজেই লাগায়। ক্রিকেটর কমজোরি দেশগুলোকে সাহায্য করে। তবে বিশ্বকাপ সরানোর মতো ঘটনা না এটা ।

বিরাট কোহলি এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের দূত বলে মানছেন ভারত সফরে আসা আইসিসির সিইও।

বিজ্ঞাপন