আন্নার অনশন

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লোকপালের দাবিতে আন্না হাজারের অনশন গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। মহারাষ্ট্রের বাসিন্দা আন্না হাজারের লোকপালের দাবি বেকায়দায় ফেলেছিলো ইউপিএ সরকারকেও। সেই ৮১ বছর বয়স্ক আন্না হাজারের আবারও অনশনে। লোকপাল নিয়ে কেন্দ্র ও মহারাষ্ট্র সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার প্রতিবাদেই তার এই অনশন।

নিজ গ্রাম রালেগাঁও সিদ্ধির মন্দিরে পুজো দিয়ে অনশন শুরু করেন আন্না হাজারে। তাঁর সঙ্গে রয়েছে সমর্থকেরা। সাংবাদিকদের জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তার এই অনশন চলবে।

বিজ্ঞাপন