আফিম কাণ্ডে ভারতীয় বংশোদ্ভূত

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতীয় বংশোদ্ভূত জন কপূর যার বর্তমান বয়স ৭৫ এর কাছাকাছি। তিনি নাক ব্যাথার ওষুধের নাম করে আফিম দেওয়া ওষুধ বিক্রি করতেন। এমনকি চিকিৎসকদের ঘুষ দিয়ে,বিলাসের আপ্যায়ন করে তিনি এই কাজ করতেন।

বস্টনের আদালতে এর বিচার শুরু হয়েছে, এখন অপরাধ প্রমাণের অপেক্ষা। তিনি বাফেলো বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে ডক্টরেট করে পরে একটি নামী সংস্থার সি ই ও ছিলেন। ভারতে থাকতেও তিনি সৎপথেই ছিলেন বলে জানা যায়...তবে তার এই অধ:পতনের কারণ এখন বিচারাধীন।

বিজ্ঞাপন