সরকারি হাসপাতালে মোমের আলোয় ৯ সন্তান প্রসব

  • কলকাতা ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেরাদুনের হাসপাতালে বিদ্যুৎ ও জেনারেটর না থাকায় মোমের আলোয় ৯ সন্তানের জম্ম হয়েছে।

মঙ্গলবার রাতে দেরাদুনের গভর্নমেন্ট দুন মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা যায়, পাহাড়ি ওই এলাকার মানুষের একমাত্র ভরসা এই সরকারি হাসপাতালটি। মঙ্গলবার রাতে সেখানে বিদ্যুৎ চলে যায়। পরে কোন ভাবেই হাসপাতালটিতে বিদ্যুতের ব্যবস্থা করা সম্ভব হয়নি।

জেনারেটর খারাপ ও দায়িত্বে থাকা ইলেকট্রিশিয়ান ছুটিতে থাকায় বিদ্যুতের কোনো ব্যবস্থা করা যায়নি জানায় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত ৮ থেকে বুধবার সকাল ১০ টা পর্যন্ত বিদ্যুৎ না আসা পর্যন্ত ৯ জন প্রসূতি হাসপাতালে ভর্তি হন। তারা সবাই মোমের আলোয় প্রসব হয়।