প্রেসিডেন্সিতে ঘেরাও উপাচার্য

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তিন জন ছাত্রের বরখাস্তের প্রতিবাদে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষার্থীদের অনশন আন্দোলন। সেই আন্দোলন মেটাতে এসে নিজেই ঘেরাও হয়েছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়া। বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটিকে মঙ্গলবার থেকে ঘেরাও করে শিক্ষার্থীরা অনশন চালিয়ে যাচ্ছে। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এসেছিলেন উপাচার্য।

উপাচার্যের দাবি, শিক্ষার্থীরা বারবার অনশন করে ব্ল্যাক মেইল করার চেষ্টা চলছে। তারা অনশন থামিয়ে আলোচনায় আসলে সমস্যার সমাধান হবে। ফলে তিনি তার সিদ্ধান্তে অনড় থাকে, এ কারণে শিক্ষার্থীরাও আলোচনার প্রস্তাব নাকচ করে দেন। বরখাস্তের সিদ্ধান্ত বাতিল না হলে আন্দোলন চালিয়ে যাবে না বলে ঘোষণা দেন।

বিজ্ঞাপন

এদিকে অনশনের কারণে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এ অচল অবস্থার মধ্যে বিশ্ববিদ্যালয় দুইদিন ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফলে, ক্যাম্পাস খুলবে আগামী সোমবার, ২৮ জানুয়ারি।

 

বিজ্ঞাপন