হাইপারসনিক জেটে দিল্লি থেকে নিউইয়র্ক মাত্র ২ ঘণ্টায়

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

আকাশ পথে দিল্লি থেকে নিউইয়র্ক যেতে সময়ে লাগে প্রায় ১৫ ঘণ্টারও বেশি।  বর্তমানে পৃথিবীর সব থেকে দ্রত তম যাত্রীবাহী জেট বোয়িং ৭৪৭-৮ও যদি যাওয়া হয় তার পরেও সময় লাগবে ১১ ঘণ্টা। তবে বোয়িং এই রুটের যাত্রীদের নতুন স্বপ্ন দেখাচ্ছে। মাত্র ২ ঘণ্টায় বোয়িং এর হাইপারসনিক জেটে দিল্লি থেকে নিউইয়র্ক যাওয়া যাবে।

এ বিষয়ে বোয়িং এর  সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কেসকর বলেন,  অত্যাধুনিক র‍্যামজেট প্রপালসন এবং ফ্লায়ার্স প্রযুক্তিকে কাজে লাগিয়ে হাইপারসনিক জেট তৈরি করতে যাচ্ছি আমরা।  যা সর্বাধিক পাঁচ ম্যাক বা ছয় হাজার  ১৭৫ কিলোমিটার পার ঘন্টা গতিতে ছুটতে পারবে। এই গতিতে ছুটলে মাত্র ২ ঘণ্টায় বোয়িং এর হাইপারসনিক জেটে দিল্লি থেকে নিউইয়র্কে পৌঁছে যাবে।

বিজ্ঞাপন

তিনি আর বলেন, ইঞ্জিন প্রপালসনসহ বাকি প্রযুক্তি নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছি আমরা।  যা আগামী দুই দশকের মধ্যে বাস্তবায়িত করার পরিকল্পনা রয়েছে আমাদের।