ইন্দোনেশিয়ায় ৬.৯ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার উপকূলীয় অঞ্চলে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯। সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রোববার দেশটির উত্তরের মালুকুর টারনেট শহর থেকে ১৩৩ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। ফলে উপকূলীয় অঞ্চল থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিচ্ছে প্রশাসন।

ভূমিকম্পে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের ফলে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

২০১৮ সালে দেশটির সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্প ও সুনামির তাণ্ডবে অন্তত ৪ হাজার ৩০০ মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভারত মহাসাগরে ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে ১৩টি দেশের ২ লাখ ২৬ হাজার মানুষের মৃত্যু হয়। এদের মধ্যে শুধু ইন্দোনেশিয়াতেই ১ লাখ ২০ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।