থাইল্যান্ড থেকে শরণার্থী ফিরল মিয়ানমারে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

থাইল্যান্ডের শরণার্থী ক্যাম্প থেকে মিয়ানমারে ফিরেছে ৩শ’র বেশি শরণার্থী

থাইল্যান্ডের শরণার্থী ক্যাম্প থেকে মিয়ানমারে ফিরেছে ৩শ’র বেশি শরণার্থী

থাইল্যান্ডের সীমান্ত এলাকার ছয় শরণার্থী ক্যাম্প থেকে তিনশোর বেশি শরণার্থী মিয়ানমারে ফিরে গেছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর সহযোগিতায় মিয়ানমার ও থাইল্যান্ড সরকারের যৌথ উদ্যোগে গত তিন বছরে দক্ষিণ-পূর্ব মিয়ানমারে এটি চতুর্থ প্রত্যাবাসন।

বিজ্ঞাপন

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার থেকে বুধবার (৩ জুলাই) সীমান্তবর্তী গেটগুলিতে উদ্বাস্তুদের স্বাগত জানানোর জন্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি ২০১৬ সালে থাইল্যান্ড সফরকালে এই উদ্বাস্তুদের জন্য একটি প্রত্যাবাসন কর্মসূচিতে সম্মত হয়েছিলেন।

চুক্তির পর থেকে ২০১৬ সালের অক্টোবরে ৭১ শরণার্থী মিয়ানমারে ফিরে যান, ২০১৮ সালের মে মাসে ৮৬ জন এবং চলতি বছর পর্যন্ত ৫০০ শরণার্থী নিজ দেশে ফিরে যান।

দক্ষিণ-পূর্ব মিয়ানমারের কিছু অংশে অবস্থার উন্নতির ফলে শরণার্থী শিবির থেকে অনেক শরণার্থী দেশে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। থাইল্যান্ডে নয়টি শরণার্থী ক্যাম্পে ৯৫ হাজারের বেশি উদ্বাস্তু রয়েছেন।